
প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:04 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:21 PM
প্রকাশ্যে নারীসহ ২৭ জনকে বেত্রাঘাত তালিবানের
মিহিমা আফরোজ: আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে ২৭ ‘অপরাধীকে’ বেত্রাঘাত করা হয়েছে, তাদের মধ্যে নয়জন নারী। খুনের দায়ে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পর গত বৃহস্পতিবার তালিবানশাসিত আফগানিস্তানে বেত্রাঘাতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এএফপি
ক্ষমতায় আসার পর তালিবান প্রথমবারের মতো প্রকাশ্যে কারও মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানারকম সমালোচনা হচ্ছে। এই সমালোচনার জবাব দিয়েছেন তালিবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ । তিনি বলেন, এই সমালোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে মুসলমানদের বিশ্বাস, আইন ও একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি বহিরাগতদের শ্রদ্ধা নেই।
পারওয়ান প্রদেশ আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, সমকামিতা, প্রতারণা, ভুয়া সাক্ষী, জালিয়াতি, মাদক বেচাকেনা, লাম্পট্য, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, হাইওয়েতে ডাকাতি, অবৈধ সম্পর্কের মতো অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আসামিদের প্রত্যেকে আদালতের সামনে তাদের অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করার জন্য কাউকে কোনো বলপ্রয়োগ করা হয়নি। শাস্তির বিষয়ে আসামিদের কোনো আপত্তি ছিল না। একজন প্রত্যক্ষদর্শী জানান, শহরটির একটি স্টেডিয়ামে এক হাজারের বেশি মানুষের সামনে ২৭ জনকে বেত্রাঘাত করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ২০ থেকে ৩৯টি বেত্রাঘাত করা হয়েছে। আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালিবানের প্রথম শাসনামলে বেত্রাঘাত-পাথর নিক্ষেপের মতো কঠোর শরিয়াহ আইনের সাজা কার্যকর ছিল। তবে তালিবান গত বছর ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এবার অতীতের মতো দেশ শাসন করবে না। কিন্তু এখন তালিবানের আবার পুরোনো ধারায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
